ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়াবাসহ ইউপি সদস্য আটক

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২২, ০৫:৪৯

নোয়াখালীর হাতিয়ায় ১৪২ পিস ইয়াবাসহ আক্তারুল ইসলাম বুলবুল (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক বুলবুল গুল্লাখালী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় বুলবুলকে আটক করে তার শরীর তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। কোস্টগার্ডের দাবি বুলবুল ইয়াবাগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এদিকে আটক বুলবুলকে রাতেই হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘কোস্টগার্ডের করা মামলায় বুলবুলকে আটক দেখানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ