ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে সৈয়দ টিটু’র কম্বল বিতরণ

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২২, ১৭:১২

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবি’র সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা যুবকমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি যশোদলের টেক্সটাইলস উচ্চ বিদ্যালয়, কর্শাকড়িয়াইলের হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ও দানাপাটুলি ইউনিয়নের আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থবিধি মেনে ৬ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘রাজনীতি মানে কেবল মঞ্চে বক্তৃতা দেয়া নয়, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। আমার চাচা শহীদ সৈয়দ নজরুল ইসলাম দেশের জন্যে নিজের জীবন দিয়েছেন। আমার পিতা সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়া দেশের জন্যে কাজ করতে গিয়ে পাঁচ বছর জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম দেশের জন্যে কাজ করে গেছেন। উনারা এখন জীবিত নেই। আমি যতদিন বেঁচে আছি, আমার যে ক্ষুদ্র শক্তি আছে, সে শক্তি দিয়ে মানুষের যখন দুর্যোগ আসবে, আমি দেশের জন্য আমৃত্যু কাজ করে যাব।’

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজী, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, দানাপাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগ নেতা আবু তালেব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় পর্যায়ক্রমে চার হাজার কম্বল বিতরণ করা হবে বলেও জানা গেছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ