ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে সংক্রমণ ছাড়ালো ৭০ শতাংশ

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:০১

রাজশাহীতে করোনা সংক্রমণ ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে। এরপরও বাড়েনি মানুষের সচেতনতা। করোনাকে কেউ গুরুত্বই দিচ্ছে দিচ্ছে না। সংক্রমণ বাড়ছে, একইসাথে বাড়ছে উদাসিনতা। সবখানেই করোনাকে উপেক্ষা করে চলছে স্বাভাবিক কার্যক্রম। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা শনাক্ত হয়েছে ৭৮ দশমিক ৮৪ শতাংশ। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের পর রাজশাহীতে এক দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সংক্রমণের ৭০ উপরে গিয়ে দাঁড়ায়।

রামেক হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৫৮ নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৩৫ নমুনা পরীক্ষায় ৩১৭ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে রামেক ল্যাবেই রাজশাহী জেলার ৩৭৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জনের। এছাড়া নাটোরের ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের এবং জয়পুরহাটের ৫ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে বুধবার এই দুটি ল্যাবে রাজশাহীর ৬০ দশমিক ৩৯ ও জয়পুরহাটের ৯ দশমিক ৬৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছিলো। এদিকে, রেকর্ড শনাক্তের দিনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় মারা গেছেন ১ জন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাবনা থেকে আসা এক রোগীর মৃত্যু হয় রামেক হাসপাতালে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগীর মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরেকজন। ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৪৯ জন রোগী ভর্তি ছিলেন।

রাজশাহীতে এখন ঘরে ঘরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী থাকলেও বাড়িতে থেকেই স্বাভাবিক নিয়মে জ্বর, সর্দি কাশির চিকিৎসা নিচ্ছেন তারা। এতে ভালও হয়ে যাচ্ছেন। তাই হাসপাতালে করোনা রোগীর চাপ কম। করোনাকে গুরুত্বই দিচ্ছে না মানুষ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ