রাজশাহীতে করোনা সংক্রমণের দাপট ক্রমেই বাড়ছে। উদাসীনতার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে রাজশাহীতে করোনা সংক্রমণ ৬০ শতাংশ পেরিয়ে গেছে। গত বুধবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার পর রাজশাহীতে ৬০ দশমিক ৩৯ শতাংশ মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
এছাড়া বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
রামেক ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮২টি নমুনায় করোনা ধরা পড়ে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩৯ শতাংশ। স্বাস্থ্যবিধিতে মানতে উদাসীনতার কারণে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ