ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের সেরা ভবনের খেতাব জিতলো শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২২, ০৪:২৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৮

সাতক্ষীরা শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের চমৎকার পরিবেশে স্থাপত্য শৈলি এবং নান্দনিকতার জন্য যুক্তরাজ্যের রয়্যাল ইন্সটিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্ট রিবা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালকে ২০২১ সালের রিবা অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করে আন্তর্জাতিক এ স্থাপত্য সংস্থাটি।

এর আগে ২০২১ সালে রিবা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পায় শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল। দৃষ্টি নন্দন হাসপাতালটির ডিজাইন করেছেন বিশিষ্ট স্থপতি কাশেফ চৌধুরী। তার প্রতিষ্ঠান আরবানা’র অধীনে তৈরি নকশা অনুসারে নির্মিত হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল, শ্যামনগর।

প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা সাতক্ষীরার মানুষের কাছে চিকিৎসা সেবায় আশীর্বাদ হয়ে এসেছে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল। উপজেলা সদরের কাছে সোয়ালিয়া এলাকায় প্রতিষ্ঠিত এ হাসপাতালে পাওয়া যাচ্ছে সরকারী মেডিকেল কলেজসম স্বাস্থ্যসেবা। শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্মানকাজ শুরু হয় ২০১৩ সালে। আর নির্মানকাজ শেষে এর কার্যক্রম শুরু ২০১৮ সালের ২২ জুলাই।

সাতক্ষীরা শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক অসীম রোজারিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনে এ সংক্রান্ত একটি সংবাদে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস-রিবা এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

তিনি তার হাসপাতাল রিবা অ্যাওয়ার্ড জয় করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তন প্রভাবিত লবনা এলাকায় অবস্থিত এ হাসপাতাল নির্মান করেছে উন্নয়ন সহযোগি সংস্থা ’ফ্রেন্ডশিপ’। ২০ বছর ধরে জলবায়ু পরিবর্তনে প্রভাবিত স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কাজ করে দেখেছি এবং এতে আমার বিশ্বাস হয়েছে যে, নিজেদের ছোট ছোট সমাধানেও দরিদ্র মানুষকে বেগ পেতে হয়। কাশেফ চৌধুরীর সঙ্গে কাজ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি এমনই এক ব্যাপি স্থানীয় উপকরণ ব্যবহার করে দক্ষতার প্রমান দিয়েছেন। গুনগত মান নিশ্চিত করেছেন এবং ফ্রেন্ডশিপের মান-সম্মানকে আরও বাড়িয়েছেন। আমাদের জন্য তিনি সত্যিই এমন এক স্থপতি, যিনি নিজের মনে করে যত্নের সাথে ডিজাইন করে আমাদেরকে সরবরাহ করেছেন। পর্যাপ্ত আলো, বাতাস, মাটি, পানির সমন্বিত পরিবেশে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌন্দর্য হয়ে উঠেছে আরও জীবন্ত। জলবায়ু প্রভাবিত কিছু মানুষের জন্য এই ধরণিতে নতুন করে এবং ভালভাবে বাঁচার আশা নিয়ে এসেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।’

তিনি আরো বলেন, ‘৬ জনচিকিৎসক, ১২জন নার্স এবং অন্যান্য সহকারীর সমন্বয়ে ২০ বেডের হাসপাতালে রয়েছে ৪টি ওয়ার্ড। ৩টি অপারেশন থিয়েটারের মাধ্যমে বেশিরভাগ অস্ত্রপচার হচ্ছে এখানে। প্রত্যন্ত এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ এবং অ্যাম্বুলেন্স সুবিধায় হাসপাতালের জরুরী বিভাগ খোলা থাকে২৪ ঘন্টা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ বা আউটডোর সার্ভিস খোলা থাকে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দন্ত, চোখেরছানি, জরায়ু-ক্যান্সার, হৃদরোগ, মুগুরপা, ঠোটের তালুকাটা, বার্ণ, অর্থপেডিক, ডায়াবেটিক, ফিজিওথেরাপি, স্ত্রীরোগ এবং শিশুরোগ নিয়ে বছরে ১২থেকে ১৫টি বিশেষ ক্যাম্প পরিচালিত হয় ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে। শুধু হাসপাতাল কমপ্লেক্সে নয়, শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে ছাত্র-ছাত্রী এবং বাড়ির মহিলাদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন ক্যাম্পেইন।’

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ