ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে বেড়েই চলছে করোনার সংক্রমণ 

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২২, ১০:৪১

টাঙ্গাইলে বেড়েই চলছে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩.৭৮ ভাগ।

এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত কয়েদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তবে আক্রান্তের বেশির ভাগ মানুষই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। গতকাল মঙ্গলবার

৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬৭ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২ জন, ঘাটাইলে ২ জন ৭০৬ ভূঞাপুরে ২ জন আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৬ জন। এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৯২৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৩৮ হাজার ৩৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৯৪ হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ক্রমেই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে জেলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ জ্বর ঠান্ডাকে অবহেলা করে ঠিক মতো কোয়ারেন্টাইন মানছে না। এমনকি নমুনা পরীক্ষা না করিয়ে জনসম্মুখে ঘুরছে। যার ফলে সংক্রমণের হার দ্রুতই ছড়াচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ