ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে বন্ধুত্বের ফাঁদে ছিনতাই

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৪৩

রাজশাহী মহানগরীতে বন্ধুত্বের ফাঁদ পেতে গড়ে উঠেছে ছিনতাকারি সিন্ডিকেট। ছিনতাই সিন্ডিকেট চক্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় নারীদের। রাজশাহী নগরীতে প্রায় এসব ছিনতাইকারীদের কবলে পড়ছেন নগরবাসীসহ বহিরাগতরা। মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ তৎপরতায় গ্রেফতারও হচ্ছে চক্রের সদস্যরা। এরপরও থেমে নেই চুরি-ছিনতাই। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে কেড়ে নিচ্ছে মোবাইল, স্বর্ণালংকারসহ নগদ অর্থ।

শনিবার (২২ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে নারীসহ ছিনতাইকারী চক্রের চার সদস্য। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, একটি জ্যাকেট, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো ৩টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর আরামান শেখের ছেলে সোহেল (৩১), তার স্ত্রী জেসমিন বেগম পলি (৩১) ও ভাই সুমন হোসেন সাদ্দাম (৩০) এবং কয়েরদাড়া গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে হৃদয় (২২) ।

আরএমপি জানায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ সবজিপাড়ার শুভ (ছদ্মনাম) এর সাথে মোবাইল ফোনে জেসমিন বেগম পলির বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে গত ১৫ জানুয়ারি রাত ৮ টায় জেসমিন বেগম শুভকে বোয়ালিয়া থানার বিসিক শিল্প এলাকার নাহার একাডেমীর সামনে আসতে বলেন। সেখানে জেসমিনের সাথে শুভর দেখা হয়। জেসমিন কৌশলে কথা বলতে বলতে শুভকে মথুরডাঙ্গা আটকুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই ওৎ পেতে থাকা জেসমিনের স্বামী সোহেল, দেবর সুমন ও হৃদয় চারিদিক হতে শুভকে ঘিরে ফেলে এবং চাকুর ভয় দেখিয়ে শুভর কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা কেড়ে নেয় ও তার গায়ে থাকা জ্যাকেটও খুলে নেয়। এ ঘটনায় শুভ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নিকট একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী সোহেল (৩১), তার স্ত্রী জেসমিন বেগম পলি (৩১), ভাই সুমন হোসেন সাদ্দাম (৩০) ও হৃদয় (২২)কে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রাজশাহী মহানগরীকে অপরাধ, ছিনতাই মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ