পরীক্ষা চালু রাখার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চলমান পরীক্ষাগুলো সম্পন্ন করার জন্য রাজশাহীতে এই কর্মসূচি পালন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো দ্রুত চালু করার দাবি জানান। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা।
সুমাইয়া নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারণে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তাই আমরা চাই না জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের আর এইভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী আমাদের পরবর্তী পরীক্ষাগুলো নেয়া হোক।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই স্বাস্থবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো নিতে হবে। আমাদের আর তিনটা পরীক্ষা আছে এই সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। সবকিছু যেমন খোলা আছে সুতরাং আমাদের পরীক্ষাগুলো নেয়া হোক। আমরা আর এইভাবে বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চাই না।
মানববন্ধনে কর্মসূচিতে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজসহ রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ