ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লক্ষাধিক ভোটে জয়ের আশা তৈমূরের

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২২, ০৯:১০

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত পরিবেশ এমন থাকলে আমি লক্ষাধিক ভোটে জয়লাভ করবো।

ভোটের পরিবেশ কেমন দেখছেন জানতে চাইলে তৈমূর আলম খন্দকার বলেন, আপাতত পরিবেশ সুষ্ঠুই আছে। ভোট শেষের পর চূড়ান্তভাবে পরিবেশ সম্পর্কে বলা যাবে।

এ সময় সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করছেন তৈমূর আলম খন্দকার।

ভোট দেওয়ার আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বতন্ত্র এই প্রার্থী। এ সময় তার সঙ্গে স্ত্রী, কন্যা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র পদে আরেক হ্যাভিওয়েট প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ৯টায় ভোট দেবেন দেওভোগের শিশুবাগ স্কুল কেন্দ্রে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৮৯ জন। তাদের মধ্যে মেয়র প্রার্থী ৭ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে লড়ছেন ৩৪ জন। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন ১৪৮ জন প্রার্থী। ১৯২টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে এক হাজার ৩৩৩টি।

সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ১৪৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন আর হিজড়া রয়েছেন চারজন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ