ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় আক্রান্ত রাসিক মেয়র লিটন

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২২, ০৪:১৯

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৫ জানয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শামসুজ্জামান আওয়াল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই-একদিন আগে থেকেই মেয়র লিটনের হালকা কাশি হয়। সেই সন্দেহের জায়গা থেকে শনিবার তার কোভিড টেস্ট করানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ হয়। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। শরীরের অন্য কোনো জটিলতা বা সমস্যা নেই। সবাই তার সুস্থতা কামনা করেছেন।

এদিকে, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে’র পক্ষ থেকে তার সুস্থতা কামনা করা হয়েছে। আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু এক বিবৃতিতে মেয়রের সুস্থতা কামনা করেছেন।

তারা বলেন, আমরা আশা করি দ্রুত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সুস্থ হয়ে উঠবেন। তিনি সুস্থ হয়ে রাজশাহীতে ফিরে এসে আবারও নগরীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ