ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের জন্মদিন আজ

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৩

আজ ১৫ জানুয়ারি শনিবার, বঙ্গবন্ধুর বাল্যবন্ধু, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ৯৮তম জন্মদিন আজ। এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সকালে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী কবর স্থানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া। বিকেলে মহিউদ্দিন আহমেদের ধানমন্ডির বাসায় স্মরণ সভাসহ মহানগর ঢাকা ও মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজে তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, স্মরণ সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হকের উদ্যোগে পৌর শহরের অফিসে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি গুলিশাখালীতে মহিউদ্দিন আহমেদ সৃতিসংসদের আয়োজনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সিনিয়র সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া হতে এম.এল.এ এবং ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ছিলেন।

১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার গুলিশাখালি গ্রামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ। তার পিতার নাম আজাহার উদ্দিন আহমেদ। ১৯৯৭ সালের ১২ এপ্রিল মারা যান তিনি।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ