ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুলে যেতে সাইকেল উপহার পেল শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২২, ১৯:৪৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

দূর-দূরান্ত থেকে আসা স্কুলগামী মেয়েদের দুর্ভোগ ও কষ্ট লাগবে কেশবপুরের ১০ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে বাই-সাইকেল উপহার দেওয়া হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ লাখ টাকা ব্যায়ে এই বাই-সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাহীন চাকলাদার এমপি প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের হাতে বাই-সাইকেল তুলে দেন।

জানা গেছে, সাইকেল চালাতে নারীদের উৎসাহিত করতে এ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরিঘোনা, সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭০ মেধাবী ছাত্রীকে বাছাই করা হয়।

এ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা দূরবর্তী জায়গা থেকে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে, তাদের বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল প্রমুখ। নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ