সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিন সাহেবের হুলায় বাঘের পায়ের একাধিক ছাপ দেখা গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, গত সোমবার দিবাগত রাতে মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে এসেছিল। যার একাধিক পায়ের ছাপ মহসিন সাহেবের হুলায় মালঞ্চ নদীর চরে দেখা গেছে।
স্থানীয় পর্যটক গাইড ও প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক বেড়িবাঁধের কাজ করতে গিয়ে প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পায়। পরে বনবিভাগের লোকজন এসে ছবি তুলে নিয়ে যায়।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে বনবিভাগের টিম পাঠানো হয়। একই সাথে পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জানুয়ারি প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলে রয়েল বেঙ্গল টাইগারের। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে ফের বনে চলে যায়।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ