ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাগমারায় ভুয়া ভাইস চ্যান্সেলর গ্রেফতার

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২২, ১৮:২৯

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ( ৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী’র নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম বাগমারা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার একটি মামলা রুজু হয়েছে সোমবার গোয়েন্দা পুলিশ এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতের নাম রফিকুল ইসলাম (৬৫)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার অর্জুনপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়’ এর ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। বহু মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন অর্থ। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণামূলকভাবে বিভিন্ন জাল কাগজপত্র তৈরী এবং লোকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা গ্রহণের কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে জাল কাগজপত্রসমূহ জব্দ করা হয়েছে। প্রকৃতপক্ষে বাগমারা থানা এলাকায় ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামের কোন প্রতিষ্ঠান নেই। তিনি কোন প্রতিষ্ঠানের ভাইস-চ্যান্সেলর ও চেয়ারম্যান নন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ