ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল উদ্ধার

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২২, ১৭:৪৭

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম লিডার ও অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর মো: ইকবাল হোসেন ।

সোমবার (১০ই জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। ‘মুজিব শত বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদেরকে ফেরত দেয়া হয়।

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৯০৯টি জিডির বিপরীতে ২৮৪টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২৫টি ফোন উদ্ধারের অপেক্ষায় আছে। বাকীগুলোর উদ্ধার অভিযান চলমান বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানাজী, এটিএন বাংলার কামরুজ্জামান, সাংবাদিক জি এম মাছুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইকবাল হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা। হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোনের মালিকরা বিভিন্ন সময় থানায় জিডি করেছিলেন। এর সূত্রধরে সেগুলো উদ্ধার করে তাদের ফেরত দেওয়া হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ