ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুরগির খোপে মিললো শটগান

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২২, ০৫:৩৯ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৩৪

যশোরের অভয়নগরে মুরগি রাখার পরিত্যাক্ত খোপ থেকে একটি শটগান ও ছয়টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার বাড়ি থেকে শটগান ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাড়ির মালিক রবিউল ইসলাম ভুইয়া মুঠোফোনে বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। বুধবার দুপুরে মুরগি রাখার পরিত্যক্ত খোপে কবুতর রাখতে গিয়ে একটি ব্যাগের মধ্যে শটগান ও গুলি দেখে পুলিশকে জানায়। পরে অভয়নগর থানার ওসি ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে শটগান ও গুলি উদ্ধার করে নিয়ে যায়। শত্রুতা করে কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা আমি জানি না।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তার বাড়ির মুরগীর খোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও ছয়টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ