ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরার ১৬ ইউপিতে বিজয়ী হলেন যারা 

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২২, ২১:৪৭

পঞ্চম ধাপের সাতক্ষীরা ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

বিজয়ীরা হলেন- শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ. লীগ), কুল্যা ওমর সাকী ফেরদৌস পলাশ (আ. লীগ বিদ্রোহী), দরগাহপুর শেখ মিয়ারাজ আলী (আ. লীগ), বড়দল জগদীশ চন্দ্র সানা (আ. লীগ বিদ্রোহী), আশাশুনি সদর এস এম হোসেনুজ্জামান (আ. লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আ. লীগ বিদ্রোহী), খাজরা এসএম শাহনেওয়াজ ডালিম (আ. লীগ), আনুলিয়া রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ.লীগ)।

এছাড়া শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভুরুলিয়া জাফরুল আলম বাবু (আ. লীগ), শ্যামনগর সদর অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ. লীগ) ও ইশ্বরীপুর ইউনিয়নে অ্যাড. জিএম শোকর আলী (আ. লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ.লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ.লীগ বিদ্রোহী) জয়ী হয়েছে।

ফলাফলের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। ফলাফলের শিট এখনও হাতে পাইনি।’

এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮ টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।

প্রসঙ্গত, সাতক্ষীরার ৩টি উপজেলার ১৬টি ইউনিয়নের ১৫৩টি কেন্দ্রের ৮৮৬টি কক্ষে ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের পঞ্চম ধাপের নির্বাচনে ৭৫ জন চেয়ারম্যান, ৬৩৯ সদস্যা এবং ২০৪ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ