ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজশাহী বিভাগে আরও ২১ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২১, ২১:০৯

প্রাণঘাতি করোনা ভাইরাসে রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৯ জনের শরীরে। এখন পর্যন্ত বিভাগে একদিনে এটি সর্বোচ্চ শনাক্ত। গত ১ জুলাই বিভাগে সর্বোচ্চ ১ হাজার ২৭৯ জন করোনা শনাক্তের রেকর্ড ছিলো।

সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ ২১ জনের মৃত্যুর মধ্যদিয়ে বিভাগে করোনায় মৃত্যর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জন। বিভাগে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সর্বোচ্চ নাটোরে ৬ জন মারা গেছেন। এছাড়া বগুড়ায় ৪ জন, জয়পুরহাট, রাজশাহী ও পাবনায় ৩ জন করে এবং নওগাঁয় ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩৩৯ জনসহ বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা হয়েছে ৬৮ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বগুড়াতে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া রাজশাহীতে ৩০৪, চাঁপাইনবাবগঞ্জে ২১, নওগাঁয় ৭১, নাটোরে ১১৪, জয়পুরহাটে ২৮, সিরাজগঞ্জে ২৫২ ও পাবনায় ২২২ জনের করোনা শনাক্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ