ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রামগঞ্জে শিশুশ্রম আইনে জরিমানা

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫০

রামগঞ্জ উপজেলার কাটাখালিতে মেসার্স চাঁন মিয়া এন্ড রহিমা ব্রীকসে শিশুদের দিয়ে কাজ করানোর অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।

আজ মঙ্গবার দুপুরে কাটাখালি বীলে পার্শ্ববর্তি ফরিদগঞ্জ উপজেলার হাজী জাকির হোসেনের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া এন্ড রহিমা ব্রীকসকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, শিশুশ্রম আইনে ব্রীকফিল্ড, যানবাহন, কলকারখানায় শিশুদের দিয়ে ভারী কাজ করানো যাবে না। সরকারি আইনে শিশুদের দিয়ে কাজ করানোর বাধ্যবাধকতা থাকলেও উপজেলার কাটাখালি এলাকার মেসার্স চাঁন মিয়া এন্ড রহিমা ব্রীকস তা অমান্য করায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ব্রীক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন, রামগঞ্জ থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সি.এ আনোয়ার কবীর।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ