ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের রামেকে করোনা পরীক্ষা চালু

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২২, ১৯:৫৯

দুই বৈজ্ঞানিক কর্মকর্তা অব্যাহতি নেওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। টানা ১৫ দিন পর শনিবার (১ জানুয়ারি) থেকে হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পুনরায় করোনার নমুনা পরীক্ষা চালু করা হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবটি শনিবার থেকে পুনরায় চালু করা হলো। এখন থেকে এই ল্যাবে পূর্বের নিয়মে করোনা পরীক্ষা চলবে।

জানা গেছে, রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে দায়িত্ব পালন করা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম হাসান এ লতিফ ও হামিদ আহমেদের বিরুদ্ধে হাসপাতালের ল্যাবে করোনার নমুনা পরীক্ষার কিট নিয়ে নয়ছয়ের অভিযোগ ওঠে। তবে শুরু থেকেই কিট নয়ছয়ের অভিযোগ অস্বীকার করে আসছিলেন তারা। ফলে তাদের জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেন। এতে গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতালের এই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবটি চালু ছিল।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ