ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় ২৫ পিস সোনার হারসহ আটক ১

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

সাতক্ষীরার কাকডাঙ্গায় ২৫ পিস সোনার হারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সীমান্তের কাকডাঙ্গা গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। বাংলাদেশে পাচারের জন্য সোনার গহনাগুলো ভারত থেকে নিয়ে আসা হয়।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, রাতে কাকডাংগা সীমান্তে বিজিবি’র টহল চলছিল। মোটরসাইকেলে হুমায়ুন কবির সোনার গহনা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ কালে টহলদল তাকে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে সোনার হার জব্দ করা হয়। হারগুলোর মূল্য প্রায় ২৩ লাখ টাকা।

আটককৃত আসামি হুমায়ুন কবিরকে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার হার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ