ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৯
ঝিনাইদহ

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন।

এটি সুগার মিলের ৫৫তম আখ মাড়াই মৌসুম। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, আখ কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক মাসুদুর রহমান মন্টু, ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, আখচাষি শাহজাহান আলীসহ জনপ্রতিনিধি, মিলের কর্মকর্তা শ্রমিক ও আখচাষীরা।

উল্লেখ্য, এ বছর ৪৭ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯‘শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৭ শতাংশ। এছাড়া ৭ হাজার আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মিলটি।


নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ