ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলন্ত বাসেই সন্তান জন্ম দিলেন নুরুন্নাহার  

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২১, ০১:৫৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১, ০১:৫৮

স্বজনের বাড়ি থেকে বাসে করে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা ওঠে এক নারীর। পরে বাসেই কন্যা সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিলে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে বিরতিহীন একটি বাসে সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহিদুল হকের গর্ভবতী স্ত্রী নুরুন্নাহার বেগম হবিগঞ্জে আসার পথে বাসের মধ্যে তার প্রসব ব্যথা ওঠে। একপর্যারে বিকেল সাড়ে ৪টার সময় বাসের মধ্যেই তার কন্যা সন্তান জন্ম হয়। বাসটি পৌর বাস টার্মিনালে থামলে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ কিছু নতুন কাপড় দিয়ে তাকে স্বাগত জানান।

এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, মা ও নবজাতক সুস্থ আছে। আমরা সংগঠনের পক্ষ থেকে মা-মেয়ের আজীবন বাস ভাড়া ফ্রি করে দিয়েছি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ