ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে বিএনপির ভোট অধিকার হরণ দিবস পালন

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:১২

পটুয়াখালীতে ভোট অধিকার হরণ দিবস পালন ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১ টায় শহরের বনানী এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ভোট অধিকার হরণ দিবসের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুর রশীদ চুন্নু মিয়া, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংসু সরকার কুট্টি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মাহাবুব হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জ্বল সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের কোথাও কোনো ভোট নেই। সাধারন মানুষের ভোটের অধিকার হরন করেছে আওয়ামী সরকার। এমনকি এদেশের মানুষের বাক স্বাধীনতাও হরন করেছে বর্তমান সরকার। এসময় সরকার বিরোধী স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ