ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ১৫:৫৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ দুই মাসের ছুটি নিয়ে ছয় মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় ৯৫ জন সচেতন ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ সদর বহুমুখী কারিগরি দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আবুল হোসাইন চলতি বছরের ১ জুলাই থেকে ২ মাসের ছুটি গ্রহণ করেন। এরপর ৬ মাস অতিবাহিত হলেও কোন রহস্যজনক কারণে তিনি কর্মস্থলে আসছেন না। তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান।

একাধিক সূত্রে জানা যায়, মাওলানা আবুল হোসাইন সুন্দরগঞ্জ সদর বহুমুখী কারিগরি দাখিল মাদ্রাসায় স্বপদে বহাল (ছুটিতে) থেকেও উপজেলার চন্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র (আলিম) মাদ্রাসায় গত ২১ জুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ওই মাদ্রাসায় নিয়োগপ্রাপ্তির দীর্ঘসময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত সুন্দরগঞ্জ সদর বহুমুখী কারিগরি মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট পদ থেকে পদত্যাগ করেননি।

এছাড়া, সুন্দরগঞ্জ সদর বহুমুখী কারিগরি দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে গাছ কর্তন করে আত্মসাৎ করাসহ নানাভাবে প্রতিষ্ঠানের সম্পদ হস্তগত করেছেন বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন দুই মাসের ছুটিতে আছেন। তিনি ঠিক কত তারিখ থেকে ছুটিতে আছেন তা আমার জানা নাই।’

এবিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, ‘ছয় মাসের ছুটিতে আছি। তাই মাদ্রাসায় যাচ্ছিনা। আমার অবর্তমানে একজন দায়িত্ব পালন করছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এখনো পূর্বের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করিনি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মণ্ডল বলেন, ‘এক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় কেউ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হতে পারবে না। নিয়োগ পেতে হলে তাকে পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হবে। কেউ যদি পদত্যাগ না করে নিয়োগপ্রাপ্ত হয় তা হবে নিয়ম বহির্ভূত।’

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।’

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ