ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সবধরণের খেলাই খেলবো: শামীম ওসমান

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:০৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের যে স্লোগান আজকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমবঙ্গসহ অন্য সব জায়গায়। যেটা আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ একসময় বলেছিলাম যে, খেলা হবে। ওই খেলা আজকে হয়েছে, খেলা হবে। সব ধরনের খেলাই আমরা খেলবো এবং জিতবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকালে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান। নৌকা বাইচে আটটি ইউনিয়নের আট দল অংশ নেয়। এতে প্রথম হয়েছে এনায়েত নগর, দ্বিতীয় কুতুবপুর ও তৃতীয় বক্তাবলী ইউনিয়ন। বিজয়ীদের তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকার চেক এবং ট্রফি দেয়া হয়।

শামীম ওসমান সাংবাদিকদের বলেন, আপনাদের জন্য সামনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবেন আর আসবেন। যিনি প্রথম হবেন তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ