ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু, দগ্ধ পুত্রবধূ

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ০১:১১

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী(৪৫)। তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফুলমতি মেলাবর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

মঙ্গলবার রাত ৯ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তে আশপাশ ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে একই পরিবারের চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে পুরুষ মানুষ না থাকায় প্যারালাইজড রোগী ফুলমতি আগুনে মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা অগ্নিদগ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ