ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডোমারে ব্রিজ ভেঙে দুর্ভোগে লাখো মানুষ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ১৭:২১

নীলফামারী জেলার ডোমার উপজেলায় কলমদার নদীর ওপর নির্মিত ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় দুই ইউনিয়নের লাখো মানুষ। ছয় মাস আগে ভেঙে যাওয়া ব্রিজটি এখনো পুনঃনির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে নানা দুর্ঘটনাসহ দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ব্রিজটি পুনঃনির্মাণ হলে দুর্ভোগ কমবে বলে জানায় স্থানীয়রা ।

জানা যায়, ডোমারের সাথে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সংযোগ স্থাপনকারী হংশরাজ এলাকায় কলমদার নদীর উপর নির্মিত ব্রিজটি ছয় মাস আগে ভেঙে যায়। এরপর প্রতিদিন শত শত ট্রাক, ট্রাক্টার, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, রিক্সা-ভ্যান, অটোবাইক সিএনজিসহ বিভিন্ন যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া নিরাপদে গন্তব্যে পৌঁছাতে অনেকেই ১৫ কিলোমিটার পথ ঘুরে যাচ্ছেন। এতে অর্থ আর সময়ের অপচয় হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, কলমদার নদী খননের ফলে গত বর্ষায় পানির তোড়ে সেতুর নিচের মাটি সরে ভেঙে গেছে মাঝের অংশ। জোড়াতালি দিয়ে যানবাহনগুলো পারাপার হলেও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তি নিয়ে সেতু পারাপার হচ্ছেন হরিণচড়া ও সোনারায়সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ। আশির দশকের মাঝামাঝি সময়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রিজটি নির্মাণ করেছে বলে জানা যায়।

হরিণচড়া ইউনিয়নের হংশরাজ গ্রামের মতিয়ার রহমান বলেন, ছয় মাস আগে ব্রিজটি ভেঙে ​যায়। এতে হরিণচড়া ও সোনারায়সহ আশেপাশের এলাকার লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কিছুদিন পর পর এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

একই এলাকার শ্রীমতি বালা রানী বলেন, ‘কলমদার নদীর ওপর পুলটি ভাঙ্গিয়া হামার এইলার যাওয়া আইশার খুব সমস্যা হইছে। হাট-বাজার করিবার জন্য হামাক অনেক দূর ঘুরি আসিরার নাগে। সকালে হাটে বাজার করি হামাক খাবার নাগে বিকালে। এতে অনেক সময় যায় হামার। তাই পুলটি নির্মাণ হইলে হামার এলার কষ্ট থাইকবে না।’

এ ব্যাপারে ডোমার উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে নারাজ। তিনি জানান, কলমদার নদীর উপর নির্মিত সেতু ভেঙ্গে যাওয়ার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এখানে আমার কিছু করার নেই। নির্বাহী প্রকৌশলী নতুন সেতুর বরাদ্দ দেন।

ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্য কলমদার নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হবে।

নয়া শতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ