ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্তান জন্মের এক ঘণ্টা পর পরীক্ষার দিলেন মা

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫

পুত্র সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগে তিনি সন্তান প্রসব করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি পরিক্ষা কেন্দ্রে শারিরিক বা মানসিক সমস্যা ছাড়াই তিনি ভালো ভাবেই পরীক্ষা দিয়েছেন।

সাদিয়া আক্তার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো: সালাউদ্দিন কাজির মেয়ে। এক বছর আগে উপজেলার একই গ্রামের মেহেদি হাসান নামের এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়ি থেকেই সে পড়াশুনা করেন।

মঙ্গলবার সকাল ৭টায় সাদিয়ার বাবার বাড়িতে তার প্রসব বেদনা শুরু হয়। পরে সেখানেই স্বাভাবিকভাবে সাদিয়া ছেলে সন্তানের মা হন। এরপর সকাল ৯টার দিকে সাদিয়ার মা তাকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।

দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব গোবিন্দ প্রোসাদ সরকার জানান, পরীক্ষা চলাকালে আমি মেয়েটির খোঁজ নিয়েছি। সে খুব সাহসের সঙ্গে পরীক্ষা দিয়েছে।

এ বিষয়ে দৌলতখান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি মেয়েটির বিষয় পরিক্ষা কেন্দ্রে খোঁজখবর নিয়েছি। ওই শিক্ষার্থী সুস্থ আছেন।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ