অগ্নিকাণ্ডে পুরে যাওয়া অভিযান-১০ লঞ্চের থাকা আরেকজনের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটির পরিচয় মেলেনি বলে জানিয়েছে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি অপারেশন) মো. মালেক। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লঞ্চঘাট এলাকার বাসিন্দা আব্দুল হক খলিফা জানান, সকাল ৮টার দিকে লঞ্চ টার্মিনালের সামনে আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চের কাছেই মাঝ নদীতে মৃত মানুষের মতো ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তখনো ফায়ার সার্ভিসের নৌ টিম বরিশাল থেকে না আসায় স্থানীয়রা দড়ি বেধে ট্রলার দিয়ে টেনে কুলে নিয়ে আসে। সকাল সারে ৯টায় বরিশাল নৌ ফায়ার সার্ভিসের একটি টিম এসে অজ্ঞাত লাশটি ওপরে তুলে আনে।
লাশের মুখমণ্ডল পোড়া থাকায় চেহারা বোঝা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর হবে এবং তার পড়নে ছিলো কালো রংয়ের শার্ট ও প্যান্ট।
এটি নিয়ে দুটি ভাসমান লাশ উদ্ধার হলো। এ নিয়ে মোট ৪২ জনের মরোদেহ উদ্ধার করা হয়েছে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ