ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাত্র ৬৭ ভোট পেয়ে রেকর্ড নৌকার প্রার্থীর

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ০৫:৩৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ রুমেল ৬৭ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন।

রোববার নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় হলেও বাকি ৩ টিতে ভরাডুবি হয়েছে। এর মধ্যে চিরিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ রুমেল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৬৭ ভোট পেয়েছেন।

এর আগে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চকরিয়ার কৈয়ার বিল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা ৯৯ ভোট পেয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন। এইবার তাকেও হার মানিয়ে রেকর্ড ৬৭ ভোট পেয়ে গড়েছেন নতুন রেকর্ড!

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চিরিংগা ইউনিয়নে ১০৪৩০ জন ভোটারের মধ্যে ৮৮১৭ জন ভোটার ভোট দিয়েছেন। তন্মধ্যে ৩৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন পেয়েছেন ২৫৬৭ ভোট। ইউনিয়নে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী নাজের হোসেন ৭১ ভোট পেলেও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ রুমেল পেয়েছেন ৬৭ ভোট।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ