ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চুয়াডাঙ্গায় চার ইউপির তিনটিতে নৌকার বিজয়

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ২১:৫৬

চুয়াডাঙ্গার সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্যে তিনটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জয়লাভ করেছে।

রোববার (২৬ ডিসেম্বর) হামলা, সাংবাদিকের গাড়ি ভাংচুর, সংঘর্ষ, ভোট বর্জন, কারচুপি, কেন্দ্র দখল, অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আলুকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুতুবপুর ইউনিয়নে একটি কেন্দ্র্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান এগিয়ে রয়েছেন।

এদিকে, ভোট কারচুপি, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতসহ চারটি ইউপির চার স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে।

উল্লেখ, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে চার ইউনিয়নে ১৫৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ