ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরিয়ে নেয়া হলো আশ্রয়ণ প্রকল্পের ৭ ঘর

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২১, ২১:০২

সাতক্ষীরায় বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভূমিহীনদের নামে বরাদ্দ দেয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সাতটি ঘর সরিয়ে নেয়া হয়েছে। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রাম থেকে এসব ঘর সরিয়ে নেয়া হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার যুবায়ের হোসেন চৌধুরী জানান কিছুদিন আগে ঘরগুলি তৈরি করা হয়। সেগুলি ভূমিহীনদের নামে বরাদ্দ দেয়া।

তিনি আরও জানান যে এলাকায় ঘর তৈরি করা হয় তার পাশে স্থানীয়রা মাটি ও বালু কেটে নেয়। ফলে বৃষ্টির পানির চাপে কয়েকটি ঘরের পেছনে ভাঙ্গন দেখা দেয়। সেখানে বসবাস ঝুঁকিপূর্ন হয়ে পড়ায় উপজেলা পরিষদ ছয়টি ঘর রেখে সাতটি ঘর ভেঙ্গে সরিয়ে ফেলা হয়।

হোসেন চৌধুরী জানান বরাদ্দ পাওয়া ভূমিহীনদের জন্য কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামে ৪২ শতক খাস জমিতে নতুন ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। অচিরেই সেগুলি তাদের কাছে হস্তান্তর করা হবে।

লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান ১৩টি ঘরের মধ্যে ঝুঁকিমুক্ত থাকায় ছয়টি ঘর সেখানেই রয়েছে। সাতটি পরিবারের জন্য তৈরি ঘরগুলি প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ