যশোর মেডিকেল কলেজে ৫০০ বেড হাসপাতাল নির্মাণ, আর্মি মেডিকেল কোরের দায়িত্বে ফিল্ড হাসপাতাল চালু, জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণার দাবিতে মানববন্ধন করে বাম গণতান্ত্রিক জোট।
রোববার (১১ জুলাই) বিকেলে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
সমাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত মানববন্ধন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় এডহক ভিত্তিতে যশোরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে করোনার নমুনা সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল দেয়া, প্রতিদিন দশ হাজার টেস্ট করা, সীমান্তবর্তী শহরকে অগ্রাধিকার দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা দেয়া, খাদ্য সহায়তা দিয়ে ১৫ দিনের টানা লকডাউন ঘোষণা, করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, ব্যাটারিচালিত রিকশাভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রিকশা জব্দ বন্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মাকর্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমান, বাসদের (মার্কসবাদী) দিলীপ কুমার ঘোষ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কামাল হাসান পলাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল জলিল, বাসদের আলাউদ্দিন প্রমুখ।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ