ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আ.লীগের ৮ নেতাকে বহিষ্কার

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৫

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা।

শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের স্বাক্ষরকৃত পত্রে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন_জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিছ। দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক এই চেয়ারম্যান শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মামা রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন। জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে ফজলুল হকের শ্যালক এই নেতা নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহানুর আলমের বিপক্ষে প্রার্থী হয়েছেন।

বহিষ্কৃত অন্যান্য নেতারা হলেন_নুরনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিএম গোলাম মোস্তফা, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আলী মোল্যা, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিএম শাহাজাহান সিরাজ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম হাবিবুর রহমান, একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এসএম নুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ