ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ালের জন্য পাতা ফাঁদে ধরা পড়ল মেছোবিড়াল

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ২০:০০

সিলেটের শহরতলীর দলইপাড়া গ্রামের বাসিন্দা দূর্গাবাবু শেয়ালের জন্য পেতেছিলেন ফাঁদ। এতে ধরা পড়ে একটি মেছোবিড়াল। দেখতে অনেকটা বাঘের মত হওয়ায় প্রথমে লোকজন ভয় পেলেও পরে কোনরকম আঘাত না করে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে মেছোবিড়ালটি ধরা পড়লে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পরিবেশ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে বিকালে বিড়ালটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সকাল থেকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এই বাড়িতে উৎসুক দর্শনার্থীরা ভিড় জমায়। এ সময় আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র আমার সাথে যোগাযোগ করেন। আমি বিড়ালটি উদ্ধার করে অবমুক্ত করার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানালে তিনি বিকালে বন বিভাগের একটি উদ্ধারকারী দল প্রেরণ করেন।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট বন বিভাগের টাউন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ) মো. শহীদুল্লাহ্ বলেন, মেছোবিড়ালটি উদ্ধার করা হয়েছে। এখন এটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

তিনি বলেন, এটি হাঁস-মুরগি খাওয়া ছাড়া মানুষের ক্ষতি করে না। তাই এসব প্রাণি নিয়ে আতংকিত হবার কিছু নেই।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ