ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জীবননগরে ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩

চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের সঙ্গে শত্রুতা করে এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উথলী গ্রামে এঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুল আলীম মৃত তোফাজ্জেল হোসের ছেলে ও উথলী গ্রামের দক্ষিণ পাড়ার মিনহাজ উদ্দিনের জামাতা।

তিনি বলেন, আমি দক্ষিণ পাড়া কবরস্থানের পাশে কলাগাছের চাষ করি। সকালে পাশের জমিতে কৃষকেরা কাজ করতে গেলে আমার জমির কলাগাছ কাটার দেখে আমাকে খবর দেয়। পরে আমি গিয়ে দেখি কে বা কাহারা আমার ১০ কাঠা জমির সব কলাগাছ গোড়া থেকে কেটে ফেলেছে।

ভুক্তভোগী কৃষকের জমিজমা সংক্রান্ত পারিবারিক ভাবে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছে। এই সূত্র ধরেই কলাগাছ কাটার ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন।

স্থানীয়রা জানান, সকালে নিজের ক্ষেতের কলাগাছ কেটে ফেলার দৃশ্য দেখে কৃষক আব্দুল আলীম কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে আইনের সহযোগিতা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কৃষকের ফসল তসরুপের ঘটনা এটাই প্রথম না। এর আগেও একই জমিতে থাকা ভুট্টা ও লেবুগাছও কেটেছে দুর্বৃত্তরা।

এছাড়া গত রাতে যে কলাগাছ কেটে ফেলা হয়েছে, এই কলাগাছের চারা লাগানোর পরপরই তা উপড়ে ফেলা হয়। পরবর্তীতে তিনি পুনরায় সেখানে চারা রোপণ করেন। বার বার এই কৃষকের সাথে একই ধরনের ঘটনা ঘটলেও একটি ঘটনারও রহস্য উদঘাটন না হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের কাজ করতে সাহস পাচ্ছে।

ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা মনে করেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা বার বার ঘটাচ্ছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আর কেউ কোন কৃষকের জমির ফসল তছরুপ করতে পারবে না।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ