ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:২৪

মাগুরার শালিখায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম(৪৫) শাবলাট গ্রামের ইব্রাহিম মোল্ল্যার ছেলে।

স্থানীয় ও গ্রামবাসীরা জানায়, নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও শাবলাট গ্রামের সামাজিক মাতবর আইয়ুব হোসেন ও শরফিুল ইসলাম (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্বের বিরোধিতার জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সামাজিক মাতবর আইয়ুব হোসেনের লোক শরিফুল গুরুত্বর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃতু ঘোষণা করেন।

এছাড়া আহতদের একজনকে মাগুরা সদর হাসাপাতাল ও বাকি দুইজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শালিকা থানার (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক দলাদলি’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ওসি আরো বলেন, নিহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। বিরোধী দুই দলই আওয়ামী লীগ সমর্থক। এলাকায় পরিস্থিত শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশে মোতায়েন রয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ