ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সেতুর অভাবে সাঁকোটিই ভরসা 

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:১৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম বরুহা ও পংপাচিয়া (জালধোয়া) গ্রামের হাজারো মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে একটি ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো। নরসুন্দা নদীর উপর প্রায় ৩০০ ফুট লম্বায় বাঁশের সাঁকোটি দুই গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন। এই সেতুটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ। সর্তকের জন্য সাঁকোর বাঁশে ঝুলছে নিশান।ঝুঁকি নিয়েই হাজারো নদী পার হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয়রা বলেন, আমাদের গ্রামটি কৃষিপ্রধান। সেতুর অভাবে কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে পারি না। বর্ষাকালে আমাদের খুব কষ্ট হয় উপজেলা শহরে যাতায়াতে। আমাদের দুটো গ্রামছাড়াও আরো চারপাশের অন্যান্য গ্রামের মানুষজনের এ সেতুর অভাবে ভোগান্তির শেষ নেই। এ সেতুটা হওয়া আমাদের জন্য জরুরি।

তারা আরো বলেন, সেতুটি হলে কৃষি কাঁচামাল নিয়ে নিবিঘ্নে পারপার করা যাবে। আমাদের দুই গ্রামের মানুষের একটি স্বপ্ন সেতুটির দ্রুত বাস্তবায়ন। করিমগঞ্জ-তাড়াইল এলাকার সাংসদ মুজিবুল হক চুন্নু আমাদের সেতু তৈরির প্রতিশ্রুতি দেয়ার পরেও এখনও তা বাস্তবায়ন হচ্ছে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ