ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

শ্রীপুরে ৮ আ. লীগ নেতা বহিষ্কার

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২১, ১৯:৪২

গাজীপুরের শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ৮ বিদ্রোহী প্রার্থীকে আ. লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম ধাপে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে নির্বাচন করায় আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিরাজুল হক মাতব্বর, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামীম সাজিদ, শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল, বরমী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সফি উদ্দিন দেওয়ান, গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম সাজু।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য শ্রীপুরের আটটি ইউনিয়নের ৮ জন বিদ্রোহী প্রার্থীকে আ. লীগের স্ব স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রচারণায় যে কোন ব্যক্তি অংশ নিলে একইভাবে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ