বাগেরহাটের মোল্লাহাটে লিজের জমির দু’শ টাকা পরিশোধে বিলম্বের জেরে উক্ত জমির ফলন্ত টমেটো গাছ (সকল ফসল) কেটে অসহায় কৃষকের অন্তত ষাট হাজার টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে মালিক পক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নগরকান্দি গ্রামে তুঘলকি/ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে মোল্লাহাট থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক রিপন হাওলাদার।
জিডি/অভিযোগে প্রকাশ, নগরকান্দি গ্রামের দরিদ্র কৃষক রিপন হাওলাদার একই এলাকার লাজু বিশ্বাস গংদের একটি ছোট ঘেরের পাড় বার্ষিক দুই হাজার টাকায় লিজ নিয়ে সেখানে ২২০টি টমেটো গাছ রোপন করছেন। উক্ত গাছে অনেক ফল ধরেছে, যা কয়েকদিনের মধ্যে প্রথম দফায় বাজারে বিক্রি করা যেতো। জমির মালিক পক্ষ গত বৃহম্পতিবার বিকালে তাদের পাওনা দু’শ টাকার জন্য ওই কৃষককে জনসম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য উদ্যত হয়। তখন উপস্থিত লোকজন ঠেকিয়ে দেয়। পরে ওই রাতেই মালিক পক্ষের লাজু বিশ্বাস (৩৮), তানভির বিশ্বাস (২১) ও ওবায়দুল বিশ্বাস (২৭) উক্ত কৃষকের ফলন্ত সকল টমেটো গাছ কেটে ফেলে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও ক্ষতিপুরণ দাবি করছেন ক্ষতিগ্রস্থ কৃষক রিপন হাওলাদার।
লাজু বিশ্বাসের অনুপস্থিতিতে তার মা মমতাজ বেগম (৬৫) জানান, কয়েক বছর ধরে তাদের ঘেরের পাড়ে রিপন সবজি চাষ করে। এবার নিজের গাছ নিজে কেটে আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ করছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ