ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২১, ১৩:৫৫ | আপডেট: ১১ জুলাই ২০২১, ১৪:০৪

নেত্রকোনায় করোনা ভাইরাসে আক্রান্তের হার আশংকাজনকভাবে বাড়ছে। রোববার সকাল পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন এই অদেখা ভাইরাসে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩০২ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে ৫৬ জন পুরুষ ও ৩৬ জন নারী রয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে বারহাট্রা উপজেলায় এক বৃদ্ধ মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ২৮, মোহনগঞ্জ উপজেলায় ২৪, দুর্গাপুরে ১৬ জন, কলমাকান্দায় ৮ জন, বারহাট্রায় ৭ জন, মদনে ৪ জন, কেন্দুয়ায় ৩ জন এবং আটপাড়ায় ও পূর্বধলা উপজেলায় এক জন করে রয়েছেন।

জেলায় এ পর্যন্ত দুই হাজার ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন এক হাজার ২৬১ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৮২৯ জন। ৩৭ জন মারা গেছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ