ময়মনসিংহের ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার নবনির্মিত মরহুম শামছুল হক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এ সময় তিনি বলেন, বালিয়া মাদ্রাসার প্রতি সবসময়ই আমার সুনজর থাকবে। এ মাদ্রাসায় আমার বাবার (সাবেক পাঁচবারের এমপি ভাষা সৈনিক এম শামছুল হকের) অনেক অবদান রয়েছে। ছোটবেলায় আমি বাবার সাথে এখানে আসতাম। বালিয়ার প্রতি আমার আন্তরিকতার কোন কমতি নেই। বালিয়া মাদ্রাসার উন্নয়নে বিগত দিনেও ব্যাপক কাজ করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মুজাহিদ সরকার প্রমুখ।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ