ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
পরীক্ষা স্থগিত

৬৫৬ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২১, ০২:১৮

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে অধিদপ্তর। শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। হঠাৎ পরীক্ষার ঠিক আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নোটিশ দেয়ায় বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার ট্রেনের ৬৫৬ টাকার এসি টিকিট বিক্রি করতে হয়েছে মাত্র ৫০ টাকায়। শুধু তাই নয়, টিকিট বিক্রি না হওয়ায় তা ছিড়ে ডাস্টবিনেও ফেলে দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজশাহী রেল স্টেশনে।

এর আগে নিয়োগ পরীক্ষা জন্য শত শত পরীক্ষার্থী বৃহস্পতিবার রাতের ধূমকেতু এবং শুক্রবার সকালের সিল্কসিটি ট্রেনের কেটে রাখেন। তবে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় টিকিট নিয়ে বিপাকে পড়েন তারা। এ সময় কাউন্টারে টিকিট ফেরত দিতে গেলে রেল কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে। যার ফলে অনেকেই পানির দামে টিকিট বিক্রি করেন। কেউ কেউ টিকিট বিক্রি করতে না পেরে তা ছিড়ে ডাস্টবিনে ফেলেছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ