বছরের প্রথম দিনে রাজশাহীতে নতুন বই প্রাপ্তির আনন্দে ভাসবেন ৫ লাখের অধিক শিক্ষার্থী। বছরের প্রথমদিন রাজশাহী জেলায় ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থীর হাতে নতুন বই উপহার দেওয়া হবে বলে জানায় জেলা শিক্ষা অফিস। এতে ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি নতুন বই উপহার দেয়া হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের ৮৫ শতাংশ বই চলে এসেছে। তবে মাধ্যমিক পর্যায়ের বই এসেছে মাত্র ৪৫ শতাংশ।
রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বইয়ের জন্য যে চাহিদা পাঠানো হয়েছিল, তার সব বই আসবে। তবে গত বৃহস্পতিবারের তথ্যমতে মাধ্যমিকের ৪৫ শতাংশ নতুন বই এসেছে। খুব শীঘ্রই সব বই চলে আসবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা।
প্রাথমিক শিক্ষা অফিস জানায়, রাজশাহী জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ৪৭ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর জন্য বইয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব শিক্ষার্থীদের জন্য বই আসবে ৪৮ হাজার ৪০৬টি। এছাড়া প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী পাবেন ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৫ শতাংশ বই চলে এসেছে। বাকি ১৫ শতাংশ বই কয়েক দিনের মধ্যে আসবে জানান তিনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ষষ্ট থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হবে। গত বৃহস্পতিবারের তথ্য মতে মাধ্যমিকের ৪৫ শতাংশ নতুন বই চলে এসেছে। প্রতিদিন বই আসছে। খুব শীঘ্রই রাজশাহীতে নতুন সব বই চলে আসবে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ