সিরাজগঞ্জ পৌর শহরে ডিজিটাল ডাস্টবিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক একক সংঘ ক্লাবের সামনে এ ডিজিটাল ডাস্টবিন উদ্বোধন করা হয়।
পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে ও সাংবাদিক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুনীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু ও ডিজিটাল ডাস্টবিনের উদ্ভাবক দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম খান রানা, পৌর কাউন্সিলর রুমানা রেশমা, স্বপ্না হাবিব, মামুনুর রশিদ মামুন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মমিন তারা, জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত ও তারা মোটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থায় নির্মিত নগর সাফ সৌধ (ডিজিটাল ডাস্টবিন) মেশিনটি নির্মাণ করা হয়েছে। এ মেশিনটি নগর পরিস্কারের কাজকে একেবারে সহজ করে দেবে। একজন মাত্র কর্মী একটি ড্রাম ট্রাক নিয়ে অতি দ্রুত শহরের সমস্ত আবর্জনা অপসারণ করতে পারবেন। সম্পূর্ণ পরিবেশবান্ধব স্বয়ংক্রিয় নগর পরিস্কার ব্যবস্থা গড়ে তুলতেই এটি নির্মাণ করা হয়েছে বলে উদ্ভাবক মোস্তফা কামাল জানান।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ