ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটে ১২ দিন থেকে ঠিকাদার নিখোঁজ

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৯

সিলেটে ১২ দিন থেকে নিখোঁজ রয়েছেন নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তি। পেশায় ঠিকাদার নজরুল ইসলাম সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের গুপ্তরগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম গত রবিবার (১২ ডিসেম্বর) মহানগর পুলিশের জালালাবাদ থানায় তার স্বামী নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়রি করেন (নং-৫৫৫)। এর পর থেকে নানা ভাবে চেষ্টা করেও পুলিশ তার সন্ধান পাচ্ছে না।

পুলিশ জানায়, গত শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঠিকাদার নজরুল ইসলাম জালালাবাদ থানাধীন পাঠানটুলা মোহনা ৮৩ নম্বর বাসা থেকে কাজের জন্য সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন নোয়াখালি বাজারের উদ্দেশে বাসা থেকে একা বের হন। ওইদিন রাত থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের সন্ধানের জন্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও তার কোন সন্ধান মিলেনি।

সাধারণ ডায়রির তদন্ত কর্মকর্তা এসআই লোকমান হোসেন জানান, ঠিকাদার নজরুল ইসলাম নিখোঁজের রহস্য উদঘাটনের পাশাপাশি তার সন্ধানের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সেই সাথে তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তি সহায়তা নিলেও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে পুলিশ তার সাথে কারো ব্যবসায়ীক দ্বন্দ্ব কিংবা পারিবারিক কোন কারণ ছিলো কি না সেবিষয়টি তদন্ত করে দেখছে।

এদিকে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম জানান, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তাদের। দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে বসবাস করে তার স্বামী ঠিকাদারীর ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সাথে কারো বিরোধ ছিলো বলে তার জানা নেই। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো পাঞ্জাবি। তিনি সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলেন।

নজরুল ইসলামের মেয়ের জামাই তারিফ মনোয়ার জানান, ১২ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তার কোন সন্ধান পাচ্ছে না। যার জন্য পরিবারের প্রতিটি সদস্য উদ্বিগ্ন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ