ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২১, ১০:৪০

রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে। শনিবার(১০ জুলাই) গভীর রাতে তাদের আটক করা হয়। এসময় ১৩টি মোবাইল সেট, সিম কার্ড, মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন খেড়ুর মোড় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সেলিম রেজা (২৪), সাদিকুর ইসলাম (২৪), শান্ত বিশ^াস (২১), আবু জাফর (১৯), রবিন ইসলাম (২২), ও ইসরাফিল হোসেন ((৩০)। এদের বাড়ি জেলার বাঘা ও চারঘাট এলাকায়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ০৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ আদায় করতেন ।

এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা রয়েছে। অপরদিকে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইনসহ বাবুল (২৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নয়া শতাব্দী/ এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ