ঘন কুয়াশায় পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপারভাইজার মো. হাবিবুর রহমান বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে একটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে।
তিনি আরও বলেন, পাটুরিয়া ঘাট প্রান্তে ৫টি ও দৌলতদিয়া ঘাট প্রান্তে ৮টি ফেরি নিরাপদে রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ২০০ পরিবহন বাস, ৫০০ সাধারণ পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিক ছোট গাড়ি আটকা পড়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ