ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংঘর্ষে রণক্ষেত্র লাখাই, ওসিসহ আহত ৮০

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ০০:৪৯
সংগৃহীত ছবি

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামসহ অন্তত ৮০ জন। সংঘর্ষের সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলে আসছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুড়াকড়ি ইউপি নির্বাচনে দুজনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে পূর্বের বিরোধ আরও ঘনীভূত হয়। বুধবার বিকেলে মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওসি সাইদুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে দুইপক্ষ ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুড়তে থাকে। এতে প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে ইট-পাটকেলের স্তুপ হয়ে গেছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ওসি সাইদুল ইসলামসহ নয় পুলিশ সদস্য রয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ